পাচার হওয়ার আগেই ধৃত বাংলাদেশি যুবতী, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
বেস্ট কলকাতা নিউজ : কালনার খেয়াঘাট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়েছিল এলাকার লোকজনের। এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। তাঁদেরও নজরে পড়ে। ডেকে জিজ্ঞাসাবাদ করতেই চোখ কপালে উঠে যায়। যুবতী জানায় তাঁর নাম শিল্পী আক্তার। বয়স ২১। কিন্তু, তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার খেজুরবারি দাসপাড়া এলাকায়। কিন্তু, এখানে এল কীভাবে? উত্তরে যুবতী জানায় তাঁকে পাচারের উদ্দেশ্য়েই এপাড়ে আনা হয়েছিল। কিন্তু যুবতীর কাছে কোনও পাসপোর্ট না থাকায় অবশেষে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এমনকি চলে জোর জিজ্ঞাসাবাদ।

এদিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এক ব্যক্তিই তাঁকে এনেছিল। সেই তাঁকে পাচারের চেষ্টা করছিল। কিন্তু, সব বোঝার পরেও কেন ওই যুবতী ওই ব্যক্তির সঙ্গে এসেছিলেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অন্য কোনও উদ্দেশ্যে তাঁকে ভারতে আনা হয়েছিল কিনা, পাচারের পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। যে ব্যক্তি তাঁকে এখানে এনেছিল বলে ওই যুবতী দাবি করছে তাঁর খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। এদিনই ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার পিছনে কোনও বড়সড়় পাচার চক্র সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।