পাড়ায় সমাধান প্রকল্পে মাটিগাড়াতে এলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : পাড়ায় সমাধান এই প্রকল্পে মাটিগাড়াতে তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ।এদিন তিনি জানান মানুষের সমস্যা বেড়েছে, তাই সমাধান করতে গেলে প্রতিটি পাড়ায় যেতে হবে। সব সময় তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তবুও মানুষ যখন বিশ্বাস করে ভোটে জিতিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন তখন তো একটা ব্যবস্থা করা একান্তই প্রয়োজন। পাড়ায় সমাধান মানে পাড়াতে সমস্যা শুনে তার সমাধানের উপায় তৈরি করে দেওয়া। পাড়ায় সমাধান যদি সফলভাবে করতে পারা যায় তবে অনেক এগিয়ে যাব আমরা। আজকে মানুষের পাশে থাকতে পারলে আমাদের ভালো লাগে। তিনি এদিন আরও জানান মাটিগাড়া অঞ্চল একেবারে গ্রামাঞ্চল সাধারণত গ্রামে এই ধরনের ব্যবস্থা যদি করতে পারা যায় তবে খুব ভালো হয়। পাড়ায় সমাধান সবার উপকারে লাগুক এই আশা রাখি। এদিন পাপিয়া ঘোষের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা কর্মীরা। মানুষের সমস্যা শুনে তার সমাধানের উপায় বাতলে দেওয়া আমাদের যেমন দায়িত্ব তেমনি কর্তব্য বলেও এদিন জানালেন জেলা সভাপতি।
