পার্কিং সমস্যায় চরম জেরবার শহর শিলিগুড়ি, অথচ রাস্তার উপরে ভ্যান রাখতে দ্বিধাবোধ করছেন না সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ির যত সমস্যা আছে পার্কিং সমস্যা তার মধ্য অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। শহর শিলিগুড়িতে সব রাস্তা চওড়া কিংবা বড় নয়। কাজেই ছোট বড় যানবাহন রাখতে হলে একটু হিসাব করেই রাখতে হয়। সেই নিয়ম ও মানেন না কেউ, রাস্তার উপরে সাধারণভাবে গাড়ি রেখে সকালবেলায় রেখে বিকেলে নিয়ে যান অনেকে। প্রতিবাদ করলে কোন সাড়া মেলে না। শিলিগুড়ি বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তার উপর গাড়ি রাখার একটা রেওয়াজ তৈরি হয়ে গেছে। সন্ধ্যার পরে যখন সমস্যা বাড়ে , তখন কেউ কেউ গাড়ি নিয়ে যান ঠিকই তবে অধিকাংশই পড়ে থাকে। যত লোক তার থেকে তিন বোন গাড়ি, সমস্যা তো বাড়বেই।

এদিকে সবচাইতে বেশি সমস্যা হয় বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে । তারা রাস্তা দিয়ে সন্ধ্যাবেলা ঠিকভাবে চলাফেরাই করতে পারেন না, টিউশনি পড়তে গিয়ে অথবা তাদের পড়ার থেকে আনতে গিয়ে সমস্যায় পড়ে যান বয়স্করা। কিন্তু সমাধান কোথায় ? একদিন পদক্ষেপ নিয়ে গাড়ি ছড়িয়ে দিলে আবার দুদিন পরে গাড়ি চলে আসে সেই একই নির্দিষ্ট জায়গায়। শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকা জুড়ে গাড়ি রাখার যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধানের জন্য মেয়র কে বৈঠকে পর্যন্ত বসতে হচ্ছে। তবে আদৌ কি এর সমাধান হবে? সময় বলেদেবে তা।