পার্পেল লাইনে সুড়ঙ্গের কাজ দ্রুত শেষ করতে নতুন উদ্যোগ মেট্রো রেল কতৃপক্ষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দুর্গার পর এবার দিব্যার পালা ! পার্পেল লাইনে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নীচে সুড়ঙ্গের কাজের জন্য দ্বিতীয় টানেল বোরিং মেশিন বা টিবিএম দিব্যা আনল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ চলতি বছরের ১০ জুলাই এই অংশের খনন কাজের জন্য টিবিএম দুর্গাকে মোতায়েন করা হয়েছিল ৷ মেট্রোরেল সূত্রে খবর, আগামী বছরের মধ্যে ভিক্টোরিয়া পর্যন্ত খনন কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৷

কলকাতা মেট্রো নেটওয়ার্কের পার্পেল লাইনের খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । প্রথম টিবিএম দুর্গা দিয়ে খনন কাজ এগোচ্ছে ঠিকই, কিন্তু দ্রুতগতিতে কাজ শেষ করতে দ্বিতীয় টিবিএম দিব্যা -কে আনা হয়েছে ৷ এদিন টিবিএম দিব্যার উদ্বোধন করেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র ৷ সেন্ট থমাস স্কুল প্রাঙ্গণে বোতাম টিপে মেশিনটি চালুও করেন তিনি । উল্লেখ্য, জোকা থেকে বিবাদী বাগ পর্যন্ত কলকাতা মেট্রোর পার্পেল লাইনের কাজ ইতিমধ্যেই অনেকটা এগিয় গিয়েছে । মেট্রোর এই লাইনের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগাম লিমিটেড বা আরভিএনএল ।

জানা গেছে খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত মাটির নীচে ৩৭ মিটার দৈর্ঘ্য এবং ২২ মিটার প্রস্থ ও ১৭ মিটার গভীর লঞ্চিং শ্যাফ্ট তৈরি করা হয়েছে । এসপ্ল্যানেড পর্যন্ত খনন করা হবে । ৬ .৬৩ মি ডায়ামিটারের এই টিবিইএম দিব্যা তৈরি হয়েছে চেন্নাইয়ে ৷ পার্পেল লাইনের এই অংশে আগামী বছরের মধ্যে ভিক্টোরিয়া পর্যন্ত খননের কাজে শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । এরপর ২০২৬ সালের শেষের দিকে পার্ক স্ট্রিট পর্যন্ত টানেলিংয়ের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে । আরো জানা গেছে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২ .৬৫ কিলোমিটার সুড়ঙ্গ খনন এবং নির্মাণ করতে সাহায্য করবে টিবিএম দুর্গা ও টিবিএম দিব্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *