পাহাড়ে বেড়েছে আমের চাহিদা, সেই তুলনায় রপ্তানি করা যাচ্ছে না মালদার আম
নিজস্ব সংবাদদাতা : এবারে পাহাড়ে পর্যটক দের মধ্যে বেড়েছে আমের চাহিদা। বিশেষ করে বাইরে থেকে আসা পর্যটক দের মধ্যে বর্তমানে আমার চাহিদা দ্বিগুন হয়ে গেছে। কিন্তুু ঘটনা হল সেইভাবে আমের যোগান দেওয়া যাচ্ছে না। কারন কি? এক ব্যাবসায়ী জানালেন এবার ইয়োরোপের বাজারে আমের চাহিদা তিনগুন হয়ে গেছে। বিশেষ করে ইতালি, স্পেন এবং ইংল্যাণ্ডের শহরগুলিতে মালদার আমের চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তাই আগেভাগেই ব্যাবসায়ীরা আম রপ্তানি করে ফেলেছেন।
এদিকে অন্যান্য বারের চাইতে আম এই বারে তিনগুন বেশি রপ্তানি করা হয়েছে। সেইকারনে ভারতের বিভিন্ন শহরে আমের রপ্তানি অনেক টাই কমে গেছে। রপ্তানি হলে দার্জিলিং এর হোটেলগুলি প্রচুর আম কেনে, কারন পর্যটক দের চাহিদা থাকে। এবারেই একমাত্র তার ব্যাতিক্রম হয়েছে, চাইলেও পাওয়া যাচ্ছে না আম। অনেক হোটেল মালিকেরা সরাসরি মালদা থেকে নিজেদের উদ্যেগে আমি কিনতে চাইছেন, কিন্তুু সেটাও পাচ্ছেন না।তাদের বলা হয়েছে অপেক্ষা করতে, দ্বিতীয়বার রপ্তানি করা হবে মালদার আম, কিন্তুু কথা হল সেটা কবে সম্ভব হতে পারে? আপাতত সেটা সময় এর হাতেই ছেড়ে দিয়েছেন শৈলশহরের হোটেল ব্যাবসায়ীরা।
বে