পাহাড়ে যাবেন না, পর্যটকদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : পর্যটক দের পাহাড়ে উঠতে বারন করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আমি সবার জন্য চিন্তা করি, উত্তরবঙ্গের অবস্থা একেবারেই ভালো নয়, আর পাহাড়ে তো আরো, একবার গেলে আটকে গেলে চিন্তা করি আমি, বাচ্চাদের আরো বেশি কষ্ট হয়, সমতল এবং পাহাড়ের মধ্যে তফাৎ অনেক, পাহাড়ে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, ঠান্ডা থাকে এবং এই সময়ও চাদর লাগে পাহাড়ে, সবচাইতে বড় কথা ফেরার সময় আটকে গেলে সমস্যা বাড়ে আরো। কালিম্পং এবং কার্শিয়াং এর অবস্থা ভালো নয়, আর যারা উদ্বার করতে আসবে তারাও তো মানুষ, তাই আমাদের সবার কাছে অনুরোধ এখন পাহাড়ে যাবেন না, জেনে শুনে গিয়ে বিপদে পড়লে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না, তাই আপাতত পাহাড়ে যাওয়া আপাতত বন্ধ রাখুন।
তিনি এও বলেন পাহাড়ে গেলে দুশ্চিন্তা আসবে সমস্যা তৈরী হবে। অন্য জায়গায় যান, পরিবারের লোকজনকে নিয়ে আনন্দ করুন, কিন্তুু সাবধানে। সময় আসবে আবার যেতে পারবেন, তবে একটু থামুন জানালেন মুখ্যমন্ত্রী। সব জায়গায় ধস নামছে, তিস্তার অবস্থা ভালো নয়, তাই সবকিছু চিন্তা করেই আপনাদের বলছি আপাতত পাহাড়ে যাওয়া বন্ধ রাখুন। সময় আসবে আবার যেতে পারবেন বলে জানান মুখ্যমন্ত্রী।