পাহাড় এবারে সবদিক থেকেই টেককা দিল সমতলকে
নিজস্ব সংবাদদাতা : সারা বছর ধরেই মানুষ আসছেন পাহাড়ের মাটিতে। দার্জিলিং এ এই বছর চাদের হাট। সিকিমের বিপর্যয় মানুষের আকর্ষন দার্জিলিং এর প্রতি বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এর উপরে যাতে করা একেবারেই সহজ তাই আমরা এখানে আসলে দার্জিলিং এই আসি।জানালেন এক পর্যটক। সত্যি কথা বলতে কি এবারে বাইরের থেকে আসা পর্যটকেরা উজার করে দিয়েছেন দার্জিলিংকে। হোটেলগুলিতে একেবারেই তিল ধারনের জায়গা নেই। লজেও জায়গা নেই। কিছু কিছু হোটেল একেবারে বুক হয়ে গেছে জানুয়ারী মাস পর্যন্ত ।
এদিকে এজেন্টরাও জানিয়েছেন এত ভালো ব্যাবসা খুব কমই এসেছে তাদের কর্মজীবনে। পর্যটকেরা একেবারে কলকাতা থেকেই বুকিং করছেন হোটেল। ম্যাল এবং টাইগার হিলে এত ভীড় দার্জিলিং এর মানুষ মনে হয় গত কুড়ি বছরের মধ্যে দেখেন নি। সবজাগাতেই একেবারে উপচে পড়া ভীড় এবারে দার্জিলিং এর মুল আকর্ষন। দেশীয় পর্যটকদের সাথে সাথে বিদেশী পর্যটকদের ভীড়ও আকর্ষন বাড়িয়ে তুলেছে এই পাহাড়ের রানীর। অনেক মানুষ যারা যারা পর্যটন এর সাথে জড়িত তারাও আবার নতুন করে শুরু করতে চাইছেন পর্যটন ব্যাবসা। এবারে দার্জিলিং এর প্রচুর মহিলা গাইড আকর্ষন বাড়িয়ে ছেন এই পাহাড়ের রানীর। সবমিলিয়ে এবারে শৈলশহর সব দিক থেকেই মাত করে দিয়েছে শুধু বাংলার জায়গাগুলিতেই নয় গোটা ভারতের পর্যটন শহরগুলিকে।