পুজোর আগেই রাস্তা খননের কাজ চলছে শহর শিলিগুড়িতে , চরম বিব্রত সাধারন মানুষজন
শিলিগুড়ি : পুজোর আগেই খোঁড়া হচ্ছে গোটা শিলিগুড়ি শহর। আর যার জেরে চরম বিব্রত সাধারন মানুষজন । সারা শিলিগুড়ির জুড়ে মূলত করা হচ্ছে এই খনন কার্য। আর এতেই চরম বিব্রত এবং অতিষ্ঠ শহর শিলিগুড়ির সাধারন মানুষজন । জানা গেছে রোজ রাত্রিবেলা করা হয় শিলিগুড়ির এই খনন কার্য । আর এতেই বিপদ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের। বিশেষ করে বয়স্ক, এবং বাচ্চাদের চরম অসুবিধা হচ্ছে। আর সন্ধ্যাবেলা হলে কথাই নেই একদিকে বৃষ্টি একদিকে অন্ধকার। আরেকদিকে গর্ত, বিপদের উপর বিপদ সাধারণ মানুষের। অনেকেই জানিয়েছেন পুজোর সময় যখন তিনগুণ ভিড় বাড়ে রাস্তা খোঁড়ার অর্থ কি? এতে তো বড়সড়ো দুর্ঘটনা ঘটে যাবে কোনদিন। কিন্তু কাকে বলা হবে? আর শুনবেই বা কে?
