পুজোর মণ্ডপসজ্জায় ব্যবহার হচ্ছে টেরাকোটার পুতুলের , খুশি বাঁকুড়া পাঁচমুড়ার মৃৎশিল্পীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অন্যান্যবার বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা দুর্গা দেশ-বিদেশে পাড়ি দেয়। এবার সেখানকার শিল্পীরা প্রতিমা তৈরির বরাত না পেলেও মণ্ডপসজ্জায় টেরাকোটার পুতুলের ব্যাপক চাহিদা ছিল। বাঁকুড়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় পুতুল সরবরাহ করে শিল্পীরা কার্যত হাঁপিয়ে উঠেছেন। ভিন রাজ্যেও টেরাকোটার মডেলের চাহিদা রয়েছে। প্রতিমা হোক বা মণ্ডপসজ্জা, দুর্গোৎসবের হাত ধরেই ফের তালডাংরার পাঁচমুড়ার টেরাকোটা শিল্প আবারো ঘুরে দাঁড়াচ্ছে।

টেরাকোটা শিল্পী তাপস কুম্ভকার বলেন, পাঁচমুড়া থেকে এবার দুর্গা প্রতিমা বাইরে কোথাও যায়নি। তবে মণ্ডপ সাজানোর জন্য মাটির পুতুল বা মডেলের ব্যাপক চাহিদা ছিল। ছত্তিশগড় থেকে আমরা এক লক্ষ টাকার বরাত পেয়েছিলাম। ইতিমধ্যেই ট্রাকে লোড করে পুতুল পাঠিয়ে দেওয়া হয়েছে। ‘মিউজিক ডলে’র চাহিদা বেশি ছিল। ধামসা, মাদল সহ বাংলার চিরাচরিত পাঁচ রকম বাদ্যযন্ত্র পুতুলগুলির হাতে ধরানো ছিল। ঠিক যেন সেগুলি তারা বাজাচ্ছে, এইরকম ভঙ্গিতেই পুতুলগুলি তৈরি করা হয়েছে। আরামবাগ সহ এরাজ্যের বিভিন্ন জেলাতেও আমরা মাটির পুতুল পাঠিয়েছি। কুলো, কলসি সহ অন্যান্য সামগ্রী হাতে পুতুলের চাহিদা রা঩জ্যে ভালোই ছিল। কুলোয় ধান ওড়ানো অথবা কলসি কাঁখে জল আনার মডেল আমরা প্রচুর তৈরি করেছি।

বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙা কেন্দুয়াডিহি ইলেক্ট্রিক সাব স্টেশন মোড় পুজো কমিটির সম্পাদক মিলনকুমার আচার্য বলেন, আমরা এবার থিম ভাবনায় টেরাকোটা শিল্পকে বিশেষ গুরুত্ব দিয়েছি। আমাদের থিমের নাম ‘মাটির ঘরে মা’। থিমের মণ্ডপ তৈরি করতে পাঁচমুড়া থেকে প্রায় দু’লক্ষ টাকার মাটির ঘোড়া কিনেছি। এরফলে জেলার শিল্পকে তুলে ধরার পাশাপাশি শিল্পীদেরও দিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, বাঁকুড়ার যে কয়েকটি শিল্প দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও নাম কুড়িয়েছে, তারমধ্যে পাঁচমূড়ার টেরাকোটা অন্য‌তম। তালডাংরা ব্লকের ওই প্রত্যন্ত জনপদে প্রায় শ’খানেক পরিবার ওই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। পাঁচমুড়া গ্রামের কুমোরপাড়ার ৮-৮০ সকলেই কমবেশি ওই শিল্পের কাজে লিপ্ত থাকেন। শিশুরাও নানাভাবে বাড়ির বড়দের সাহায্য করে। মহিলারা পরিবারের পুরুষ শিল্পীদের সহকারী হিসেবে কাজ করেন। প্রতি বছর পুজোর মাস চারেক আগে থেকেই কুমোরপাড়ায় ব্যস্ততা লক্ষ্য করা যায়। গতবছর টেরাকোটার পুতুল অসম সহ অন্যান্য রাজ্যে মণ্ডপ সাজানোর জন্য পুজো উদ্যোক্তারা নিয়ে গিয়েছিলেন। এবারও ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ড সহ কয়েকটি রাজ্যে ঘোড়া সহ অন্যান্য মডেল পাড়ি দিয়েছে। সেখানকার দর্শনার্থীরা নিজ নিজ এলাকাতেই টেরাকোটার শিল্প নমুনা চাক্ষুষ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *