পুজো শেষ , এবারে পর্যটকরা ঝুঁকছেন লাটাগুড়ির দিকে
নিজস্ব সংবাদদাতা : পাহাড় ছেড়ে সমতল, এবার সিকিম দার্জিলিং ছেড়ে ডুয়ার্স এবং লাটাগুড়ি। হ্যাঁ পর্যটকেরা এবার সমতলের দিকেই আজকে পছন্দ করছেন। করোনার সময় থেকেই লাটাগুড়ি পছন্দ করেন পর্যটকেরা। লাটাগুড়ি রিসোর্ট এবং তার আশেপাশের এলাকা, প্রচন্ড পছন্দ করছেন দক্ষিণের পর্যটকেরা। তাছাড়া সন্ধ্যার আবহাওয়া দুর্দান্ত বলে জানিয়েছেন পর্যটকেরা, লাটাগুড়ি চারপাশে এবং জলদাপাড়া অভয়ারণ্য, এবং ডুয়ার্সের কিছু বন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় বস্তু।
এদিকে দুর্গাপূজা শেষ সামনেই কালীপুজো, তাই আর কিছু না ভেবেই, লাটাগুড়ি এবং জলদাপাড়া পছন্দ করছেন পর্যটকরা। এদের মধ্যে মাদারিহাট এর রয়্যাল হেরিটেজ ক্যাম্প পর্যটকদের পছন্দ হয়েছে বলে জানা গেছে। একঘেয়েমি পাহাড় থেকে কিছুটা দূরে হলেও যেতে পছন্দ করছেন পর্যটক এর। তাছাড়া সিকিম এবং দার্জিলিংয়ের প্রাকৃতিক দুর্যোগ অনেকটাই পিছনে ফেলে দিয়েছে, পর্যটকদের চিন্তা ভাবনাকে, তাই এবার ছুটিতে লাটাগুড়ি এবং মাদারিহাট কে বেছে নিয়েছেন পর্যটকেরা। কয়েক দিন ধরেই লাটাগুড়িতে প্রচন্ড বুকিং চলছে, চলছে মাদারিহাটে ও। আপাতত দুর্গাপূজার পরে এবং কালীপুজোর আগে এই দুই জায়গায় পর্যটক যেতে বেশি পছন্দ করছেন।