পুরসভা এবং পুলিশের কাজ করল বিধান মাকেট ব্যবসায়ী সমিতি, সরিয়ে দিল ফুটপাতে রাখা জিনিস
শিলিগুড়ি : পুরসভা এবং পুলিশের কাজ করল বিধান মার্কেট এর ব্যবসায়ী সমিতি ফুটপাথে রাখা জিনিস সরিয়ে দিল তারা। আর সকাল থেকেই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ফুটপাতে রাখা জিনিস নিয়ে অভিযানে নামে। ব্যবসায় সমিতির সম্পাদক বাপি সাহা জানান বারবার বলা হলেও রাস্তার উপরে জিনিস থেকেই যাচ্ছিল আর বিশেষ করে সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাফেরা করায় দায় হয়ে পড়েছিল তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা থেকে দোকানের জিনিসপত্র সরিয়ে দিলাম কারণ দিনের পর দিন এই একই অবস্থা চলতে থাকায় মার্কেটে প্রচুর সমস্যা তৈরি হয়েছে।
বাপি সাহা আরো জানান তাই আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে। আজকের পর থেকে কোন দোকানদার যদি দোকানের বাইরে জিনিসপত্র রাখেন তবে তাকে জরিমানা করা হবে। বিজয়া মার্কেট হলো সব থেকে ব্যস্ত এবং চঞ্চল এলাকা এখানে দিনের বেলা রাতের বেলা কোন সময় রাস্তার উপরে জিনিস রাখা যাবে না। আমরা প্রথমে অনুরোধ করলাম ,এরপরে কেউ যদি অনুরোধ না মানে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানালেন বাপি সাহা।