পেরিয়ে গেল ১৯২ ঘন্টা, অনশনে অনর জুনিয়র ডাক্তারেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : অনুষ্ঠানের ১৯২ ঘন্টা পেরিয়ে গেল, এখনো অনশনে অনর ডাক্তারেরা। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, তাদের অনশন থেকে সরে আসবার কোন প্রশ্নই নেই, উল্টে তাদের দাবি না মানা হলে, এরপর আবার অনশনে বসবেন তারা। ঋণ অনশন করে ডাক্তারদের শারীরিক অবস্থার খোঁজ নিতে, দেখা গেল বিজেপির,বিধায়ক শিখা চ্যাটার্জি শংকর ঘোষ এবং কংগেসের শংকর মালাকারকেও। এদিন এসেছিলেন ডাক্তারদের অভিভাবকেরাও, তারা প্রায় চোখে জল ভেজা অবস্থায় তাদের সন্তানদের সাথে কথা বললেন, এদিন অনশন চললেও , জরুরি অবস্থার পরিষেবা চিকিৎসা অববাহিত রেখেছেন জুনিয়র ডাক্তারেরা। এই দিন অনশনকারীদের সাথে কথা বলতে চান দুটি মানব অধিকার কমিশনের কর্মীরাও। তবে জুনিয়ার ডাক্তারেরা জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেদিকেই যাক না কেন তাড়াতাড়ি সিদ্ধান্ত থেকে নড়ে আসবেন না। সেদিন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা জায়েদ চাট বাইরে দেখিয়ে দেওয়া হয়। প্রত্যেকের পিছনে তিনজন করে ডাক্তার আছেন, সাবধানতা অবলম্বন করতে রাখা হয়েছে স্যালাইন এবং জল।

এদিকে অনশন করে ডাক্তাররা জানিয়েছেন তারা কলকাতা সাথে যোগাযোগ রাখছেন, পরিস্থিতি বিচার করে তারা তাদের সিদ্ধান্ত নেবেন। তবে এদিন অবস্থা সঙ্গীন হয়ে পড়ায়, চিন্তিত হতে দেখা গেছে অনেককেই। আগামীকাল কি দাঁড়াতে পারে অবস্থা, সেটা নিয়ে সিনিয়র ডাক্তারদের অনেকেই আলোচনা করছেন। ১৯২ ঘন্টা পার হয়ে গেলেও সরকারে পক্ষ থেকে কোন বার্তা না আসায় অবাক হয়েছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *