পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের ভার্চুয়াল প্রশিক্ষণ তৃতীয় ঢেউ মোকাবিলায়
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা পৌরনিগম পৌরচিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করল পৌরচিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করল করোনার তৃতীয় ঢেউ আসার আগেই৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভার্চুয়ালি মাসে দু’বার করে প্রশিক্ষণ দেওয়া হবে সমস্ত স্বাস্থ্যকর্মীদের৷ এমনকি এই স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নেবেন তাঁদের শারীরিক অবস্থার৷ করোনায় আক্রান্ত হওয়ার পরবর্তী সময় তাঁদের কী কী সমস্যা হয়েছে বা হচ্ছে, সংগ্রহ করা হবে তার বিস্তারিত তথ্যও৷ এই স্বাস্থ্যকর্মীরা খেয়াল রাখবেন সংশ্লিষ্ট ব্যক্তিদের কী কী ধরনের চিকিৎসা ও পরিষেবা প্রয়োজন, তারও৷ প্রয়োজনে আক্রান্তদের কোভিড পরবর্তী চিকিৎসারও ব্যবস্থা করা হবে পৌরনিগমের চিকিৎসকদের মাধ্যমেও৷পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে কয়েকটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ৷
কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, টিকাকরণের উপর আরও জোর দিতে হবে তৃতীয় ঢেউ থেকে সকলকে সুরক্ষিত রাখতে হলে৷ সেইসঙ্গেই মেনে চলতে হবে এমনকি যাবতীয় করোনাবিধিও৷ অতীনের আশা, পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা উপকৃত হবেন এই ভার্চুয়াল প্রশিক্ষণে৷ এমনকি সাধারণ মানুষেরও সুবিধা হবে পরিষেবা পেতে৷
অতীন ঘোষ এও জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদেরও৷ সেই কারণেই প্রশাসন আরও বেশি সতর্ক মুখ্যমন্ত্রীর নির্দেশে৷ একদিকে পুরো দমে টিকাকরণ চলছে৷ অন্যদিকে চলছে সচেতনতামূলক প্রচার৷ তবে আমজনতাকেও আরও উদ্যোগী হতে হবে করোনার তৃতীয় ঢেউকে প্রতিহত করতে হলে৷