প্রচণ্ড গরম তাই স্কুলে নিজেদের টাকা দিয়ে এসি বসাচ্ছেন শিলিগুড়ির একটি স্কুলের শিক্ষকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বৃষ্টি হলেও ভ্যাপসা গরম,কষ্ট হচ্ছে স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের, তাই ওদের কষ্ট মিটাতে এবারে নিজেদের উদ্যোগেই স্কুলের ঘরে ঘরে এসি লাগাতে উদ্যোগ নিলেন ওই স্কুলের শিক্ষকেরা। মোট ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা মোট আঠাশটি এসি লাগালেন ইষ্কুলে। ইষ্কুলের ঘরে এসি আসায় প্রচণ্ড খুশী ছাত্রছাত্রীরা। তারা খুশীতে ডগমগ করে জানালেন এবার থেকে রোজ আমরা ইষ্কুলে আসবো। এই গরমে শিক্ষক এবং দিদিমনিরা যেভাবে নিজেদের টাকা দিয়ে এসি আনলেন আমরা ভাবতেই পারছি না। এমনটাও জানালেন ওই ইষ্কুলের কিছু ছাত্রছাত্রীর বাবা এবং মা।

তারা আরো জানান এইভাবে কেউ চিন্তা করে না, ওরা যে কাজ করে গেলেন সেটাকে স্যালুট জানাই। এতগুলো এসি চলবে ইলেকট্রিক বিল দেবে কে? এক শিক্ষিকা জানান আমরাই যখন দায়িত্ব নিয়েছি, তখন এর বিল দেব আমরাই। কাউকে চিন্তা করতে হবে না , এই গরমে ওদের প্রচণ্ড কষ্ট হয়, তাই ওদের একটু আরাম দেওয়া। ওদের মুখে হাসি দেখে আমাদেরও মুখে হাসি ,জানালেন ওই স্কুলেরই একজন শিক্ষক। এটা আমাদের কাছে একটা বড় পাওনা বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *