প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উল্টো করে উঠালেন কাউন্সিলর, তুমুল বিতর্ক শিলিগুড়িতে
শিলিগুড়ি : প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় পতাকা উল্টো করে উঠালেন কাউন্সিলর,আর যার জেরে তুমুল বিতর্ক শুরু হল শিলিগুড়িতে। ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যখন সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল ঠিক সেই সময় উল্টো করে জাতীয় পতাকা উঠিয়ে বিতর্ক ডেকে আনলেন শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর মৌমিতা মন্ডল। এদিন ভুলবশত তিনি প্রথমে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্ক তৈরি করেন। ব্যাপারটা বুঝতে পারেন ওই ওয়ার্ডেরই এক বাসিন্দাও ।

তিনি সঙ্গে সঙ্গে জাতীয় পতাকার নামিয়ে উল্টো করে উঠানোর কথা বলেন। ততক্ষণে ভুল বুঝতে পেরে তড়িঘড়ি করে ওই কাউন্সিলর জাতীয় পতাকা নামিয়ে নেন। যদিও এদিন বিতর্ক এখানেই শেষ হয়নি। কিভাবে একজন পুরপ্রধান এইভাবে জাতীয় পতাকা উল্টো করে উঠালেন এটা নিয়েও এদিন জোর বিতর্ক শুরু হয়। পরে ওই কাউন্সিলর জানান ভুল হয়ে গেছিল , এই ভুলটা অনেক বড় ভুল। ওই ওয়ার্ডের তৃণমূলের অন্যান্য সমর্থকেরাও এদিন তাড়াতাড়ি লজ্জায় ভুল মেনে নেন। তবে এদিন বিতর্ক এখানেও থেমে থাকেনি।

