প্রতিদিন আমার মন মানুষের জন্য সেবা করতে চায় , জানালেন ডাক্তার শীর্ষেন্দু পাল
নিজস্ব সংবাদদাতা : তিনি সব ডাক্তার দের থেকে আলাদা, সপ্তাহে তিনি মানুষের সেবার জন্য আলাদা আলাদা করে সময় বেঁধে রাখেন। ডাক্তার শীর্ষেন্দু পাল এমন একজন মানুষ যার জুড়ি মেলা ভার। তিনি জানালেন গরিব হওয়া কোন অপরাধ নয়, তাদেরকে অবহেলা করা অনুচিত। কারন প্রত্যেক মানুষের মধ্যে ভগবানের বাস, তাদেরকে অবহেলা করা ভগবানের অসম্মান করা। আমি মানুষের সেবা করি কারন মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা। আমি আমার পুরো ডাক্তার এর সময়কালে আমি অনেক অনেক মানুষের সেবা করেছি, কারন এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য। আমার মনে হয় প্রত্যেক সচেতন মানুষের এটা দায়িত্ব।
আমি নিজে প্রতিদিন এক দুজন করে অসহায় এবং দুস্থ মানুষের সেবা করি, এটা আমি আমার দায়িত্ব বলে মনে করি। জানালেন ডাক্তার শীর্ষেন্দু পাল। শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ির বাইরেও তিনি অসহায় এবং দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন। তাদের বাচ্চা দের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। আর এইভাবেই আমি চলতে চাই জানালেন ডাক্তার শীর্ষেন্দু পাল।