প্রবল চাপ যাত্রীদের, চরম হিমশিম খাওয়া অবস্থা বাগডোগরা এয়ারপোর্টের
বাগডোগরা : কখনও কখনও সিকিউরিটি হোল্ড এরিয়ায় দম বন্ধ হয়ে আসে। একসঙ্গে আট–ন’টা ফ্লাইট। বসার জায়গা নেই। প্রায় ১২০০ যাত্রী থিকথিক করছেন। বাথরুম পরিষ্কার রাখতে হিমসিম অবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের। এই অসহ পরিস্থিতি সামাল দিতে বাগডোগরা বিমানবন্দরের সিকিউরিটি হোল্ড এরিয়ার পরিধি কিছুটা বাড়ানো হলেও তা সাময়িক ভাবে স্বস্তি দিয়েছে। সম্প্রতি সেখানে ‘ডিজি–যাত্রা’ চালু হয়েছে। বিমানবন্দরে ঢুকতে ও চেক–ইন কাউন্টারে লম্বা লাইনের যন্ত্রণা কিছুটা কমেছে। তবে, সেটাও সাময়িক।