প্রবল ঝামেলা সীমান্তে , শেষমেষ মালদহে BSF-র ভয়ে লেজ তুলে পালাল বাংলাদেশিরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে। কয়েকদিন আগেই আবার যুদ্ধ মহড়া করতে দেখা গিয়েছিল বাংলাদেশের সেনাকে। দিনে দিনে উত্তজেনা ক্রমশ বেড়েই চলেছে সীমান্তে। অনুুপ্রবেশ ঠেকাতে এপার বাংলায় তৎপরতা বাড়িয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কিন্তু, ওপারের বিজিবির রোষ যেন বেড়েই চলেছে। ফেন্সিং করা নিয়ে ঝামেলা হয়ে গেল বিএসএফের সঙ্গে।

অভিযোগ, বিএসএফ ফেন্সিং করতে গেলে বাধা দেয় বিজিবির জওয়ানরা। বাধা দেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারাও। ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুকদেবপুর গ্রাম সংলগ্ন আন্তর্জাতিক বর্ডারে। উত্তেজনার আবহেও এপারের সুকদেবপুর গ্রামের লোকজনও বর্ডারে ছুটে যান। বিএসএফ-কে সাহায্যের হাত বাড়ান এলাকার বাসিন্দারা। যদিও বেশ কিছুক্ষণের বচসার শেষে পিছু হটে বাংলাদেশিরা। বিএসএফের রণমূর্তির সামনে ধোপে টেকেনি বিজিবিও। ভয় পালিয়ে যায় বাংলাদেশিরা।

উল্লেখ্য , শেষ হাসিনার দেশত্যাগ, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফাতির পর থেকে বাংলাদেশ থেকে লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসতে থাকে। ভারতের কড়া বার্তার পরেও টনক বিশেষ নড়েনি ইউনূস প্রশাসনের। পাল্টা যুদ্ধের হুঙ্কার আসে বিএনপি-র তরফে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের বড় অংশের সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়েই। এমতাবস্থায় বিএসএফ-বিজিবি-র ঝামেলা উদ্বেগ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *