প্রায় ৩০ বছরের উপরে হয়ে গেল, আজও আশ্রম পাড়ায় অক্লান্ত ভাবে চায়ের দোকান করছেন গৌতম ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : প্রায় ৩০ বছরের উপরে হয়ে গেল শিলিগুড়ির আশ্রম পাড়ায় চায়ের দোকান করছেন গৌতম ঘোষ। তিনি জানান আমার চায়ের দোকানে কোন সমস্যা হয়নি, আগে যেটা ছিল তা এখনো আছে। শীতের বাজারে চায়ের বাজার অনেকটাই ভালো থাকে, আমার সেভাবে ভালো না হলেও খারাপ হয়নি। এতগুলো বছর হয়ে গেল এই চায়ের দোকান করেই তো সংসার চালাচ্ছি। এখনও অসুবিধা হয় না।এমনকি চায়ের সাথে বিস্কুট এবং বনরুটি সহ অন্যান্য জিনিসও আমি বিক্রি করি। ওই করেই তো সংসার চলছে, আর আমি এই করেই সন্তুষ্ট আছি। সৎভাবেও টাকা উপার্জন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *