প্রেমিকের সঙ্গে লিভ-ইন মেয়েকে সাথে নিয়ে, নাবালিকার রহস্যমৃত্যুতে কাঠগড়ায় অভিযুক্ত মা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্বামী থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন রিলেশনশিপ । মা ও তার প্রেমিকের সঙ্গে থাকত নাবালিকা । বছর সাতেকের সেই মেয়ের অস্বাভাবিক মৃত্যুতে কাঠগড়ায় মা । রাতে মৃত্যু হলেও সকালে থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ এনেছেন মহিলা । যদিও মনে করা হচ্ছে, স্বামীর উপর দোষ চাপাতে থানায় অভিযোগ করেছেন তিনি । উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের কাইজারবাগ থানা এলাকার ঘটনা । ৭ বছরের মেয়ের মৃত্যুর পর মা নিজেই কাইজারবাগ পুলিশকে ফোন করে ঘটনাটি জানান । প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকা মা পুলিশকে জানিয়েছেন যে, স্বামী শাহরুখ খান তার মেয়েকে হত্যা করেছেন ।

এই বিষয়ে কাইজারবাগের ইন্সপেক্টর অঞ্জনি কুমার মিশ্র জানান, মঙ্গলবার সকালে ঘটনার খবর পাওয়া যায় । এরপর পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছয় । তদন্তে জানা যায়, রোশনি খান নামের ওই মহিলা তার প্রেমিক উদয় জয়সওয়ালের সঙ্গে এখানে লিভ-ইন সম্পর্কে থাকতেন । উদয় একজন ব্যবসায়ী । রোশনির ৭ বছরের মেয়েও তার সঙ্গে থাকত । স্বামী শাহরুখ খান তার সঙ্গে দেখা করতে এসেছিলেন । এই সময় রোশনির সঙ্গে শাহরুখের ঝগড়া হয় । ঝগড়ার পর মেয়ের সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয় । মৃত্যুর পর মহিলা তার স্বামীকে অভিযুক্ত করে পুলিশকে খবর দেন ।

পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে । এদিকে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে, স্বামীর সঙ্গে বিরোধের পর, মহিলা নিজেই তার স্বামীকে ফাঁসাতে এবং তার উপর দোষ চাপাতে নাবালিকাকে হত্যা করেছেন । দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে জানা গিয়েছে । এদিকে, মহিলাটি তার প্রেমিক উদয় জয়সওয়ালের সঙ্গে কাইজারবাগ এলাকায় লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করে । তার স্বামীর এটা পছন্দ হয়নি । তাই ঘটনার দিন তার স্বামী শাহরুখ খান এবং তার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয় । শাহরুখ সম্পত্তির ব্যবসা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *