প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন – এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে পালন করা হলো ‘বনমহোৎসব’ অরণ্য সপ্তাহ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন – এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে ‘বনমহোৎসব’ অরণ্য সপ্তাহ পালন করা হলো, শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বৃক্ষরোপন করে এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন । এদিন তিনি জানান যত পৃথিবী আধুনিক হচ্ছে, বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা তত বাড়ছে। এত গরমের মধ্য আমাদের কাছে সবচাইতে বেশি প্রয়োজন বৃক্ষরোপণ করা। একটি গাছ প্রাণ বাঁচায়, আমাদের উচিত বৃক্ষরোপনের পরিমাণ বাড়িয়ে যাওয়া। আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে দিনের পর দিন, অথচ সেই অনুযায়ী গাছ আমরা রোপন করতে পারছিনা। অথচ উষ্ণতা বাড়ার সাথে সাথে একান্তই প্রয়োজন বৃক্ষরোপন করা। আজকে শিলিগুড়ি উষ্ণতম হয়েছে পর্যাপ্ত পরিমাণে গাছ না থাকার কারণে। আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিতে হবে বৃক্ষরোপণ করার আসল উপযোগিতা কি ? এদিন ডেপুটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *