ফালাকাটাতে মিষ্টির দোকানে পুরীর সবজির মধ্যে পাওয়া গেল টিকটিকি, ব্যাপক শোরগোল পড়লো এলাকায়
ফালাকাটা : আমবাড়ি ফালাকাটাতে এক পেট্রোল পাম্প এর কাছে মিষ্টির দোকানে পুরীর সবজির মধ্যে পাওয়া গেল টিকটিকি। আমবাড়ি ফালাকাটার ওই মিষ্টির দোকানে এদিন একটি পরিবার আসেন পুরি এবং সবজি কিনতে। সেখানে সবজি প্যাকেট করে নিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করেন সবজির মধ্য টিকটিকি পড়ে রয়েছে। দোকান মালিককে তারা দেখালে দোকান মালিক কিছু বলতে অস্বীকার করে সেই দোকান ছেড়ে বাইরে চলে যান।

এই দিকে ওই দোকানে পুরির সবজির মধ্যে টিকটিকি পাওয়া গেছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার পরে লোকজন এসে ওই দোকানদারকে বা বলা যেতে পারে ওই দোকান মালিককে মিষ্টির দোকান বন্ধ করতে বারবার বলতে থাকেন। ওই পরিবারের পক্ষ থেকে আরোও জানানো হয় তারা আগে পুরি খেয়ে নিয়ে যাওয়ার জন্য পুরি প্যাক করতে বললে তখন এই ঘটনা ঘটে। এই ঘটনার পরে এদিন ওই পরিবারের দুজন সদস্য অসুস্থ বোধ করতে থাকেন। অবশেষে তাদের স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
