ফিরহাদ হাকিমেরে দৃঢ় পদক্ষেপ করোনা নিয়ে , ফের চালু হবে সেফ হোম, ৫-৬ আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন
বেস্ট কলকাতা নিউজ : গত ২৪ ঘন্টায় মারন ভাইরাস করোনা সংক্রমনের সংখ্যা একলাফে প্রায় দু’হাজারের দোরগোড়ায় শহর কলকাতায় । আর মেয়র ফিরহাদ হাকিমও চরম উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে । শহরে ফের সেফ হোম ও কনটেনমেন্ট জোন ফিরতে চলেছে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের প্রকোপের জেরে ।কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যাও এমনকি দুই হাজার ছুঁইছুঁই। ওমিক্রন আক্রান্ত আরও ৫।
মেয়র ফিরহাদ হাকিম এও জানিয়েছেন, ‘কলকাতায় ৮০ শতাংশই উপসর্গহীন। সামান্য উপসর্গ রয়েছে ১৭ শতাংশের । মাত্র ৩ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। একটা ঘরে হয়তো ৬-৭ জন থাকেন, তাঁদের তো আইসোলেশনের দরকার হয়। আমাদের প্রতিদিনের যে সেফ হোমটা আছে, সেটা চালু করছি। সোমবার থেকেই তা চালু করা হবে পরিকাঠামো ঠিকঠাক করে নিয়ে। আর যদি আমরা দেখি, কোনও বাড়ি বা আবাসনে ৫-৬ টা কেস হচ্ছে, সেটাকে আমরা রিপোর্ট আসার পর’কনটেন্টমেন্ট জোন করব।