ফুটপাত দখল মুক্ত করতে অবশেষে রাস্তায় নামলো শিলিগুড়ি পুরসভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের ফুটপাত দখল মুক্ত করতে অবশেষে রাস্তায় নামলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার তরফ থেকে এদিন সকাল থেকেই শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের সমস্ত ফুটপাত ব্যবসায়ীদের ফুটপাত যখন মুক্ত করতে বলা হয়। তবে সকাল হওয়ার কারণে অনেকেই এদিন দোকান করতে আসেননি। অবশেষে পুরসভার তরফ থেকে দোকান উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

অনেক ফুটপাত ব্যবসায়ী এদিন জানান তারা কিছুদিন সময় চেয়েছিলেন , পুরসভার কাছে। কিন্তু পুরসভা সেটা দিল না। অন্যদিকে আবার পুরসভার আধিকারিকরা এওজানায় বারে বারে বলা সত্ত্বেও তাদের সতর্কতায় কান দেননি দোকানদারেরা। তাই তাদের আর সময় দেওয়া যায়নি , তাদের দখলমুক্ত করতেই হত। এদিন পুরসভার আধিকারিকদের সাথে চলে আসেন পুলিশ এবং আইনজীবীরাও।

এদিকে একের পর এক রাস্তা দখলমুক্ত করতে এদিন উঠে পড়ে লাগে শিলিগুড়ি পুরসভা। জানা গেছে তার মধ্যে সবচাইতে বেশি খাবারের দোকান এবং ফুটপাতে দোকান আছে শিলিগুড়ি স্টেশন ফিডার রোডে। তাই যত তাড়াতাড়ি সম্ভব দখল মুক্ত করতে এদিন উদ্যোগীও হয় শিলিগুড়ি পৌরসভা। অবশেষে এদিন স্টেশন ফিডার রোডের খাবারের দোকানগুলিকে তুলে দিল শিলিগুড়ি পুরসভা। পুরসভার তরফ থেকে এদিন এও জানানো হয় বৈধ কাগজপত্র না থাকলে কোনভাবেই বসতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *