ফুলবাড়িতে ভয়াবহ দুর্ঘটনা, আহত হল এক বাইক আরোহী
শিলিগুড়ি : শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের কর্মীরা দুর্ঘটনা গ্রস্থ বাইক আরোহী কে অতি দ্রুত মেডিকেলে পাঠায়। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ দিনের পর দিন এইভাবে যানবাহন চলছে । অসন্তোষ প্রকাশ করে কোন লাভ নেই। কেউ কারো কথা শুনতে চান না। দিনের পর দিন মানুষ আতঙ্কে আতঙ্ক নিয়ে রাস্তাঘাটে চলাচল করে। সবচাইতে খারাপ অবস্থা বয়স্ক এবং বাচ্চাদের। তাদের ক্ষেত্রে সমস্যা সবচাইতে বেশি । যার কারণে এই দুর্ঘটনা ঘটে চলেছে। এত ভালো রাস্তা , তৈরি করার পরে এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সত্যি সত্যি দুঃখজনক। এইভাবে চলতে চলতে দিনের পর দিন আরো দুর্ঘটনা বেড়ে যাবে । সেই ক্ষেত্রে সমস্যা বাড়বে কমবে না।

এদিনের ঘটনার জন্য সম্পূর্ণ দায় ট্রাক চালকের তাদের জন্য এই অবস্থা তৈরি হয়েছে । কেউ কাউকে ছাড়বেনা, তারপরে সম্পূর্ণভাবে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ায় মানুষের আতঙ্ক ছড়াচ্ছে বিশেষ করে পথ চলতি মানুষের। এদের দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে ফুলবাড়িতে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। কিভাবে কোথা দিয়ে কি হবে তারা এই নিয়ে প্রশ্ন তুলেছে।