ফুলবাড়ীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : ফুলবাড়ী ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াঝার অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য উক্ত স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার ফলে নষ্ট হয়ে যাওয়া নথি তৈরির জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মনীষা রায়,শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং সেচ ও জলসম্পদ দপ্তরের আধিকারিকবৃন্দ। মেয়র এদিন গোটা এলাকা ঘুরে দেখেন এবং জানান আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, যেটা বাস্তব এ পর্যবশিত করা হবে। আমাদের কাজ উন্নয়ন করা , তাই সময় নিয়ে কাজ করতে চাই।
