ফেক নিউজ সম্প্রচার করবেন না, সংবাদমাধ্যমের একাংশকে কড়া হুঁশিয়ারি দিলো এ রাজ্যের মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : উত্তরকন্যাতে আয়োজিত এক প্রশাসনিক বৈঠক থেকে ফেক নিউজ নিয়ে কড়া হুশিয়ারি দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি জানান আজকাল মিথ্যা খবর এবং ফেক নিউজ দিয়ে অনেকেই অনেক অনেক টাকা উপার্জন করছে। তাতে তার লাভ হচ্ছে ঠিকই, কিন্তু ক্ষতি হচ্ছে যার নিউজ করা হচ্ছে এবং যে মানুষটি মিডিয়ার হয়ে নিউজ করতে আসছে তার । মিথ্যা জিনিস একদিনে ভালো লাগে , পরে যখন ওটা সামনে আসে বুঝতে পারা যায় কতখানি ভুল ছিল।

এদিন তিনি আরও জানান সব সাংবাদিক খারাপ হয় না , সবাই কঠিন পরিশ্রম করে চরম নিষ্ঠার সাথে সাংবাদিকতা করতে চায় , কিন্তু অনেকেই আছে বিনা পরিশ্রমে বিপুল টাকা উপার্জন করতে চায়। কিন্তু এটা সঠিক উপায় নয়। খবর করুন সত্যি কথা বলে, পরিশ্রম করে লড়াই করে। ফেক নিউজ দেবেন না, এইসব খবর আমাদের জন্য ক্ষতিকারক এবং সমাজের পক্ষ্যেও চরম ক্ষতিকর। আমাদের বাংলাতেও সাম্প্রতিকালে এই ধরনের খবরের বিপুল চল হয়েছে , কিন্তু এই ধরনের খবর করা একেবারে অনুচিত। এদিন তিনি এও বলেন যার হয়ে খবর করুন না কেন, সৎ ভাবে খবর করুন, এবং সৎ ভাবে উপার্জন করুন। উত্তর কন্যাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এই ভাবেই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ফেক নিউজ দিলে একে অন্যের প্রতি বিশ্বাসযোগ্যতা কমে যায়, তখনই সমস্যা তৈরি হয়। বিভ্রান্ত হয়ে যায় অনেকেই। তাই এই ধরনের খবর দেওয়া বন্ধ করুন ।