ফের এক নতুন পালক বাংলার মুকুটে ! বাংলার এই রেলস্টেশন ‘সেরার সেরা’ তকমা পেলো তাবড় তাবড় রাজ্যকে পিছনে ফেলে দিয়ে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের মুকুটে সত্যিই এযেন নতুন পালক যুক্ত হওয়ার মতোই ঘটনা। দেশের তাবড় রাজ্যের রেল স্টেশনকে পিছনে ফেলে গ্রিন স্টেশন রেটিং সিস্টেমের অধীনে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি-ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের বিচারে প্ল্যাটিনাম রেটিং পেয়েছে হাওড়া স্টেশন। স্বভাবতই হাওড়া স্টেশনের এই নজিরবিহীন সাফল্যে বুক চওড়া গোটা রাজ্যের।
এটি হল ভারতীয় রেলওয়ের পরিবেশ অধিদপ্তরের সহায়তায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিলের তৈরি একটি রেটিং সিস্টেম। এটি একটি স্বেচ্ছাসেবী এবং ঐকমত্য ভিত্তিক কর্মসূচি। ভারতীয় রেলস্টেশনগুলিতে পরিবেশগত ভিত্তিতে বিচারে এটিই ভারতের সর্বপ্রথম সর্বজনীন রেটিং ব্যবস্থা।
এই রেটিং প্রক্রিয়াটি ৬টি পরিবেশগত বিভাগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যার মধ্যে রয়েছে স্থিতিশীল উপায়ে স্টেশনে থাকা সুবিধা, স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন, শক্তি দক্ষতা, জল দক্ষতা, স্মার্ট এবং সবুজ উদ্যোগ এবং উদ্ভাবন এবং উন্নয়ন। এই বিষয়গুলির উপর ভিত্তি করেই কোনও রেলস্টেশনকে গ্রিন স্টেশন রেটিং তালিকায় আনা হয়।