ফের এ রাজ্যের কৃষককে অপহরণ করলো বাংলাদেশি দুষ্কৃতীদের একটি দল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উকিল বর্মনের পর এবার কৃষ্ণচন্দ্র বর্মন। শীতলকুচি মিরাপাড়া সীমান্তে বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতীয় কৃষককে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি পঞ্চায়েতের মিরাপাড়ার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন এদিন দুপুরে ধান খেতে কাজ করছিলেন। সেই সময় বাংলাদেশ থেকে একটি ছাগল তার জমিতে এসে ফসল নষ্ট করছিল। এই ঘটনা নিয়ে বাংলাদেশের বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই ভারতীয় কৃষক। তারপর হঠাৎই বাংলাদেশের থেকে একদল দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে চলে এসে কৃষ্ণচন্দ্রকে জোর করে টেনে নিয়ে যায়। এদিনের এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

এদিকে পরিবার সূত্রে খবর, কৃষ্ণচন্দ্রর খোঁজ মেলেনি। গ্রামবাসীরা বিএসএফকেও খবর দেয়। বিএসএফ ও স্থানীয় থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে ৷ অবশেষে সীমান্তে নজরদারিও বাড়ানো হয় বিএসএফের তরফে । পাশাপাশি ইতিমধ্যে BSF-এর তরফে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGB-এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে অপহৃত কৃষককে ফেরানোর দাবি জানানো হয়। এলাকাবাসীর দাবি, এই ধরনের অপহরণ রোধে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে ৷ স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষও ঘটনার তীব্র নিন্দা করেছে। এদিকে এই ঘটনায় গ্রামজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *