ফের করোনার নতুন স্ট্রেইনের খোঁজ শহর কলকাতায়, আক্রান্ত ৪ চরম উদ্বেগে স্বাস্থ্যভবন
বেস্ট কলকাতা নিউজ : এখনও অবধি চারজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেল শহর কলকাতায় কলকাতায়, আর যার জেরে স্বাস্থ্যভবন ও রয়েছে চরম উদ্বেগের মধ্যে। বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছিল ব্রিটেন ফেরত কোভিড আক্রান্ত ছ’জনকে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স (এনআইবিজি)-তে পাঠানো হয়েছিল তাঁদের শরীর থেকে নেওয়া নমুনা। চারজনের শরীরে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে নমুনার জিনোম সিকুয়েন্স তথা জিনের বিন্যাস বের করে। বাকি দু’জনের মধ্যে একজন করোনা নেগেটিভ, এবং অন্যজনের নমুনা পরীক্ষার রেজাল্ট আসা এখনো বাকি আছে। প্রসঙ্গত গত ২০ ডিসেম্বর যে বিমানটি ব্রিটেন থেকে এসে কলকাতা বিমানবন্দরে নামে তাতে ২২২ জন যাত্রী ছিলেন। কোভিড টেস্ট করানো হয়েছিল তাদের সকলেরই। কয়েকজনকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছিল সংক্রমণ সন্দেহে।
যাঁদের আলাদা করে চিহ্নিত করা হয়েছিল করোনার নতুন স্ট্রেন তাঁদের শরীরে ঢুকেছে কিনা তা জানতে নমুনা পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স (এনআইবিজি)-তে। কারণ একমাত্র এখানেইবের করা হয় নমুনার জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস। শুধুমাত্র রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্টে অনেকসময়েই ধরা পড়ে না করোনার নতুন স্ট্রেন। রিপোর্ট আসে ‘ফলস নেগেটিভ’। এনআইবিজি এও জানিয়েছিল, ব্রিটেন-স্ট্রেন তথা করোনার সুপার-স্প্রেডার স্ট্রেন রয়েছে কলকাতার ওই স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে। সেই সময় ওই যুবককে রাখা হয়েছিল এনআইবিজিতেই। এখন তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।