ফের চালু চালু হতে চলেছে গঙ্গার উপর দ্বিতীয় সেতু, চাপ কমবে ফরাক্কা ব্যারেজের উপর থেকেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেস্ট কলকাতা নিউজ : সবকিছু ঠিক থাকলে অগস্টের শেষেই চালু হতে চলেছে বৈষ্ণবনগর-ফরাক্কা সংযোগকারী গঙ্গার দ্বিতীয় সেতু ৷ প্রথম পর্যায়ে অবশ্য দুটি লেনে যানবাহন চলাচল শুরু হবে ৷ পরবর্তীতে চার লেনের সেতুটি পুরোপুরি খুলে দেওয়া হবে ৷ একথা জানিয়েছেন সেতু নির্মাণকারী সংস্থার আধিকারিকরা ৷ এই সেতুটি চালু হয়ে গেলে একদিকে যেমন ফরাক্কা ব্যারেজ সংলগ্ন পুরনো সেতুটির উপর চাপ কমবে, তেমনই উত্তরবঙ্গ তথা উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের অন্য অংশের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে ৷

১৯৭২ সালে চালু হওয়া ফরাক্কা ব্যারেজ সংলগ্ন নতুন সেতুটির উপর যানবাহনের চাপ ক্রমাগত বাড়ছিল ৷ এতে পুরনো সেতুর স্বাস্থ্যও দুর্বল হচ্ছিল ৷ এই সেতুটিকে রক্ষা করতে আরও একটি সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয় দুই দশক আগেই ৷ অনেক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত ২০১৮ সালে প্রথম সেতুর অদূরেই দ্বিতীয় সেতুর কাজ শুরু হয় ৷ প্রথমে ঠিক হয়েছিল, ২০২২ সালের মধ্যেই সেতুর কাজ শেষ করে চালু করে দেওয়া হবে ৷

জানা গেছে দক্ষিণ ভারতের একটি নির্মাণ সংস্থার সঙ্গে চিনের একটি সংস্থার মেলবন্ধনে কাজ শুরু হয় ৷ কিন্তু প্রথমেই ঘটে বিপর্যয় ৷ বৈষ্ণবনগরের দিকে এক দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক ও আধিকারিকের মৃত্যু হয় ৷ এতে কাজ খানিকটা থমকে যায় ৷ এরপরেই দেশে হানা দেয় করোনা ৷ কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় ৷ করোনাকাল কাটার সঙ্গে সঙ্গে চিনের সঙ্গে ভারতের দূরত্ব বাড়তে শুরু করে ৷ এই কাজ থেকে হাত গুটিয়ে নেয় চিনা নির্মাণকারী সংস্থাটি ৷ সমস্ত বাধা কাটিয়ে দক্ষিণ ভারতের আরকেইসি নামে ভারতীয় সংস্থাটি একাই কাজ শুরু করে ৷ শেষ পর্যন্ত সেতুর কাজ এখন শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *