ফের ডুয়ার্সে স্কুলের গেট ভেঙে মিড ডে মিলের চাল খেয়ে গেল হাতি
বেস্ট কলকাতা নিউজ : কখনও বাহুবলী এসে হামলা চালায় তো কখনও আবার ওয়ান্টেড। গত সাত বছরে একই স্কুল ২৯ বার ভাঙল একটি বুনো হাতি। গজরাজ ফের জঙ্গলে ফিরে যায় মঙ্গলবার গেট ভেঙে স্কুলে ঢুকে রান্নাঘর ভেঙে মিড ডে মিলের কয়েক বস্তা চাল সাবার করে দিয়ে। বারবার হাতির হামলায় বিপর্যস্ত জনতা এমনকি বিক্ষোভও দেখান জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে ঘেরাও করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের শুল্কা পাড়া এলাকায়। মিডডে মিলের চাল খাবার লোভে ডুয়ার্সের খয়েরকাটার জঙ্গল থেকে এসে একটি বুনো দাঁতাল হাতি তাণ্ডব চালায় নাগরকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রামপঞ্চায়েত এলাকার টন্ডু টিজি এসপি প্রাইমারি স্কুলে।
আরও অভিযোগ উঠেছে এ নিয়ে পরপর ২৯বার বুনো হাতি ভাঙচুর চালিয়েছে ঐ স্কুলটিতে। খবর পেয়ে স্কুল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ ওঁরাও,শাসক দলের নাগরাকাটা ব্লক যুব সভাপতি গোবিন লামা ও শুল্কাপাড়া যুব অঞ্চল সভাপতি মোবারক আলি।এলাকার মানুষ ব্যাপক বিক্ষোভ দেখান এমনকি তাঁদের ঘেরাও করে।