ফের বাঘের ভয় লোকালয়ে! তীব্র রয়্যাল বেঙ্গল আতঙ্ক মৈপীঠের গ্রামের রাস্তায় পায়ের ছাপ ঘিরেও
বেস্ট কলকাতা নিউজ : ওড়িশার সিমলিপাল থেকে বাংলায় চলে এসেছিল বাঘিনী জিনাত। পাঁচ জেলায় ঘুরে বেরিয়েছিল সে। তাকে ধরতে রীতিমতো কালঘাম ছুটেছিল বন দফতরের কর্মীদের। অবশেষে ধরা সম্ভব হয়েছিল জিনাতকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেরত পাঠানো হয় ওড়িশায়।জিনাতের আতঙ্কের রেশ কাটার আগেই ফের বাঘের ভয় বাংলায়। দক্ষিণ ২৪ পরগনায় ফের মৈপীঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে গিয়ে সবটা খতিয়ে দেখা শুরু করেছে বন দফতর এবং পুলিশ। যদিও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন হল রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর। কিন্তু গ্রামের কাঁচা রাস্তায় বাঘের পায়ের ছাপ নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে গ্রামবাসীদের মধ্যে।এদিকে, মৈপীঠে বাঘ ধরতে আসে মোট ১৭ জনের বিশেষজ্ঞ টিম।
মৈপীঠের দক্ষিণ বৈকন্ঠপুর এলাকা থেকে বাঘের বর্তমান অবস্থান উত্তর বৈকন্ঠপুর এলাকায়। নতুন করে ফেন্সিংয়ের কাজ শুরু করেছে বন দফতর। প্রায় দেড় কিলোমিটার রাতের অন্ধকারে বাঘ চলে আসে। বনদফতরের ঘেরা পার করে আসে বাঘ।দক্ষিণ বৈকন্ঠপুরে গ্রামের পাশের জঙ্গলে টাটকা বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। জঙ্গলে নেট দিয়ে ঘিরে রেখেছে বনদফতর। ফেন্সিংয়ের পাশ দিয়ে বাঘে হেঁটে যাওয়ার ছবি স্পষ্ট।