ফের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল একলাফে
বেস্ট কলকাতা নিউজ : ফের দাম বাড়ল ১৯ কেজি বাণিজ্যিকএলপিজি সিলিন্ডারের৷ রবিবার সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল মূলত ১০২.৫০ টাকা৷ এই দামবৃদ্ধির ফলে একটি ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে বাণিজ্যিক সংস্থাগুলিতে এখন থেকে দিতে হবে ২৩৫৫.৫০ পয়সা৷ যেটা গতমাসে ছিল ২,২৫৩ টাকা৷ অন্যদিকে ৬৫৫ টাকা লাগবে ৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গেলেও ৷ তবে তেল কোম্পানিগুলি এই মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাসের দাম বাড়ায়নি আম জনতাকে স্বস্তি দিয়ে৷
উল্লেখ্য, বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই নিয়ে তিনবার বাড়ল রান্নার গ্যাসের দাম না বাড়লেও৷ ১ মার্চ সিলিন্ডার পিছু ১০৫ টাকা দামবৃদ্ধি হয়েছিল ৷ ১ এপ্রিল একধাক্কায় ২৫০ টাকা বাড়ানো হয় ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৷ ফের মে মাসে বাড়ল গ্যাসের দাম৷ লাগাতার দামবৃদ্ধিতে ছোট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন৷ এর ফলে বাড়তে পারে রেস্তরাঁয় খাবারের দাম ও ফাস্ট ফুডের দাম৷ চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে চেন্নাইতেই সবচেয়ে বেশি বাণিজ্যিক গ্যাসের দাম ৷ সেখানে ১৯ কেজি এলপিজির দাম পড়ছে ২,৫০৮ টাকা৷ এর পরেই আছে কলকাতা৷ এখানে ১৯ কেজি এলপিজি কিনতে পড়ছে ২,৪৫৫ টাকা৷ মুম্বই ও দিল্লিতে দাম যথাক্রমে ২৩০৭ টাকা এবং ২৩৫৫.৫০ টাকা৷