ফের বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি দাম দাঁড়ালো ৫০ টাকা
বেস্ট কলকাতা নিউজ : মধ্যবিত্ত মানুষকে চরম বিড়ম্বনায় ফেলে ফের বৃদ্ধি পেল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷এই নিয়ে চলতি মাসে গ্যাসের দাম বৃদ্ধি পেল দ্বিতীয় বার৷ কলকাতায় আজ থেকে প্রতি সিলিন্ডারে ৫০ টাকা করে দাম বাড়ল রান্নার গ্যাসের৷ এর আগে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ে চলতি মাসের ২ তারিখই৷ ফলে এবার থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল মোট ৭২০.৫০ টাকা৷
রান্নার গ্যাসের সিলিন্ডার এর ওজন সাধারণত ১৪.২ কেজির৷ অন্যটি হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য , যার ওজন হয় ১৯ কেজির৷ এমনকি ৩৬ টাকা দামও বেড়েছে প্রতি ১৯ কেজির সিলিন্ডারের৷ এবার থেকে ১৯ কেজির সিলিন্ডারের দাম হবে ১৩৮৭ .৫০ টাকা ৷ প্রসঙ্গত দেশে চলছে কোরোনা প্যানডেমিক পরিস্থিতি৷ বেশিরভাগ মানুষেরই রুটি-রুজি সম্পূর্ণ ভাবে বন্ধ হয়েছে এর মধ্যে৷ শাক সবজির দামও বাড়ছে প্রায় প্রতিদিনই৷ ধরা ছোঁয়ার বাইরে এমনকি পেট্রোল-ডিজ়েলও৷ ফলে এই সময়ে সাধারণের চাপ ক্রমশ বাড়ছে এভাবে রান্নার গ্যাসের দাম বাড়ায়।