ফের ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে , আশঙ্কা ব্যাপক বন্যা, ভূমিধ্বসেরও
বেস্ট কলকাতা নিউজ : ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আগামী ৫ জুলাই পর্যন্ত। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং এলাকায় ধস নামতে পারে বলেও। অন্যদিকে, আবহাওয়া দফতর ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে ৫ জুলাই পর্যন্ত। এমনকি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মালদা, দুই দিনাজপুরেও। এবার বন্যাও হতে পারে এর জেরে, উত্তরের জেলাগুলিতে ভূমিধ্বসের আশঙ্কাও দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত কোচবিহারে ৬৬ মিলিমিটার, জলপাইগুড়িতে ৪৫.৬ মিলিমিটার, শিলিগুড়িতে ১৩৯.৯ মিলিমিটার, কালিম্পঙে ১৭.০ মিলিমিটার ও দার্জিলিঙে ৯.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরিমান বাড়তে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।এদিকে বৃষ্টিহীন অবস্থা সমগ্র দক্ষিণ বঙ্গে। তার সঙ্গে বাড়ছে গরম ,সঙ্গী অতিরিক্ত আর্দ্রতাও। একই অবস্থা শহর কলকাতারও। যা সারা গ্রীষ্মে হয়নি কলকাতায় বর্ষাকালে তা হচ্ছে। তাপমাত্রা বেড়ে হাঁসফাঁস অবস্থা শহরের। সেইসঙ্গে এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নেই। তাই পরিস্থিতি আরও অস্বস্তিকর।