ফের ED, সুপার অ্যাকশনে নামলো লক্ষ্মীবারে সাতসকালে , আজই বিরাট কিছু ঘটতে চলেছে শাহজাহান মামলায় ? শুরু জোর জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : ফের সন্দেশখালিতে দুরন্ত অভিযানে নামলো ED। বৃহস্পতিবার সাতসকালে সন্দেশখালিতে পৌঁছেও যান ED অফিসাররা। দ্বীপাঞ্চলের একাধিক জায়গায় ঘুরে ঘুরে তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় সংস্থার আধিকারিক-কর্মীরা। এমনকি তল্লাশি চলে দোকান-বাজার ঘিরে রেখেও। এদিকে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রেখেও চলে ব্যাপক তল্লাশি।
এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলে । সন্দেশখালি জুড়ে একাধিক মাছের ভেড়ির ‘মালিক’ মূলত এই শেখ শাহজাহানই। এই মাছের ভেড়ি সংক্রান্ত ব্যবসার তদন্তে গিয়েছে ইডি। এমনকি শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেও চলে ব্যাপক তল্লাশি।
সম্প্রতি শাহজাহান মামলার তদন্তে কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও হাওড়া জেলার বেশ কয়েকটি এলাকায় একই ধরনের তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেই অভিযান থেকেও। এছাড়াও শাহজাহান-তদন্তে বেশ কয়েকজেনর সঙ্গে কথা বলেও নানা ইনপুট পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। তারই ভিত্তিতে এদিনের এই তল্লাশি অভিযান বলে খবর ইডি সূত্রের। উল্লেখ্য, সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান আপাতত CBI হেফাজতে। তাকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যেই বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের।