বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব ঘিরে দক্ষিণেশ্বরে উৎসবের আবহ
নিজস্ব সংবাদদাতা : বছরের প্রথম দিনেই কল্পতরু উৎসব ঘিরে দক্ষিণেশ্বরে দেখা গেলো উৎসবের আবহ। ভবতারিণীর দর্শনে এদিন মূলত সকাল থেকেই উপচে পড়ল ভক্তদের বিশাল ভিড়। মায়ের কাছে প্রার্থনা করা এবং কল্পতরু উৎসবে ঠাকুর এর কাছে প্রার্থনা করতে এদিন বহু মানুষ মূলত ভীড় জমান দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরে।


