বড়দিনকে স্বাগত জানাতে জোর প্রস্তুতি চলছে শহর কলকাতায় , নিউমার্কেটে তুঙ্গে কেনাকাটায় চূড়ান্ত ব্যস্ততা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বড়দিন যত কাছে আসে, ততই আলো ঝলমল করে ওঠে শহর ৷ সপ্তাহ ঘুরলেই ২৫ ডিসেম্বর । কেক খাওয়া, আলোয় সাজানো পার্ক স্ট্রিটে ঘুরতে যাওয়া, বড়দিন মানেই একগুচ্ছ আকর্ষণ । তবে সবচাইতে বড় আকর্ষণ, সান্তাক্লজ । রাতের বেলা গভীর ঘুমে থাকা বাচ্চাদের চুপিচুপি উপহার দিয়ে যাওয়া সান্তাবুড়োকে নিয়ে কৌতূহল যেন অনন্ত । বড়দিন উপলক্ষে এই উৎসব চলবে বছরের শেষ দিন পেরিয়ে নতুন বছর (২০২৬) বরণ পর্যন্ত। আর তার জন্য বাড়িঘর সাজসজ্জার ডালি নিয়ে ইতিমধ্যেই শহর কলকাতায় দোকান বসতে শুরু করেছে । নিউ মার্কেটে পসরা সাজিয়ে বসেছে একাধিক দোকান । ক্রেতাদের ভিড়ও জমছে নিত্যদিন।

কলকাতা মূলত চিরকাল ঐতিহ্য বহন করে চলে সর্ব ধর্ম সহাবস্থানের । তাই ঈদ, দুর্গাপুজো কিংবা বড়দিন; যে কোনও সম্প্রদায় ধর্মের বেড়াজালে আটকে থাকে না । চেহারা নেয় উৎসবের । আর সেই উৎসবে ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আনন্দে ভাসেন মানুষজন । তাকে ঘিরেই লাখো লাখো মানুষের রুটি-রুজির কর্মসংস্থান হয় । বর্তমানে সেই ছবি দেখা যাচ্ছে বড়দিনের দোকানে । মহম্মদ ইসমাইল, শাবির আহমেদ, মহম্মদ সাদেকরা পসরা সাজিয়েছেন ধর্মতলার নিউমার্কেট চত্বরে। দোকানে আছে নানা ধরনের রং-বেরঙের প্লাস্টিকের তৈরি পাতা ও ফুলের চেন ৷ রয়েছে সান্তাক্লজ, সান্তা টুপি, স্লেজ গাড়ি, ঘণ্টা, তারা, উপহারের বাক্স, আরও রকমারি সাজানোর জিনিসপত্র । সবথেকে নজরকাড়া লাগছে ক্রিসমাস ট্রি । ৩০-৫০ টাকায় দেদার বিকোচ্ছে সান্তা টুপি । এদিকে ২০০ থেকে ৩০০০ টাকা নানা দামের আছে ক্রিসমাস ট্রি । স্টার ও ঘণ্টা বিকোচ্ছে ৫০-৫০০টাকায় ।

ক্রেতা অতিস মণ্ডল বড়দিন উপলক্ষে সাজসজ্জার ডালি কিনতে এসে দাবি করছেন, “এবার যেন দামটা গত বছরের তুলনায় বেশ খানিকটা বেড়েছে ।বিক্রেতা শাবির আহমেদ বলেন, “সপ্তাহখানেক বাকি । এখন বাজার ঠিক আছে । আরও দু-তিন দিন গেলে কেনাকাটা বাড়বে । সব জিনিসের দাম বেড়েছে । তাই এই সাজসজ্জারও তো দাম বাড়বে ৷ এটা মরশুমের ব্যবসা, ফলে এমনই দাম একটু বেশি । বড়দিন চলে গেলে ফের এগুলো তুলে রেখে দিতে হবে । কোনও কাস্টমার পাব না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *