বন্ধ হচ্ছে টালা ব্রিজ, কোন পথে যান চলাচল? এবার জেনে নিন এক নজরে
বেস্ট কলকাতা নিউজ : ৩১ জানুয়ারি রাত ১২ টায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে টালা ব্রিজের উপর দিয়ে। ব্রিজ ভাঙার কাজ শুরু হবে ১ ফেব্রুয়ারি। তারপর ব্রিজ তৈরির কাজ শুরু হবে সম্পূর্ণ নতুনভাবেই। সেই সময় কোন পথে গাড়ি চলাচল করবে, সে বিষয়ে লালবাজার তৈরি করে ফেলেছে নির্দিষ্ট কিছু পরিকল্পনাও । টালা ব্রিজ বন্ধ থাকার ফলে লকগেট ব্রিজ, চিৎপুর ব্রিজ এবং বেলগাছিয়া ব্রিজ দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে।
চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে আসা উত্তরমুখী বাস এবং মিনিবাস বি টি রোড আসবে জে এম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কে ভি ভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে। এদিকে বিধান সরণী, এ পি সি রোড দিয়ে আসা কিছু বাস-মিনিবাস শ্যামবাজারে পাঁচ মাথার মোড় থেকে বি টি রোডে আসার জন্য ধরবে ভূপেন বোস অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কে ভি ভি অ্যাভিনিউ দিয়ে এসে লকগেট ফ্লাইওভারকে । কিছু বাস-মিনিবাস গালিব স্ট্রিট দিয়ে এসেও লকগেট ফ্লাইওভার ধরবে। এখন থেকে শহর এর উত্তরমুখী যান লকগেট ফ্লাইওভার দিয়েই চলাচল করবে। আর সল্টলেক-ভিআইপি রোড দিয়ে চলাচলকারী রাজারহাটগামী বাস, মিনিবাস রীতিমত চলাচল করবে বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ হয়েই। দক্ষিণমুখী বাস-মিনিবাস চিড়িয়া মোড় থেকে দমদম রোড, নর্দান অ্যাভিনিউ, রাজা মণীন্দ্র অ্যাভিনিউ, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে আসবে শ্যামবাজারে। কিছু বাস বিটি রোড থেকে পাইকপাড়া মোড় থেকে রাজা মণীন্দ্র রোড ধরে শ্যামবাজারে আসবে মিল্ক কলোনি হয়ে।