বন্ধ হয়ে পড়ে রয়েছে পানিট্যাঙ্কি মোড়ের ঘড়ি, এক চরম সমস্যায় পথচারীরা
শিলিগুড়ি : বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি পানি ট্যাংকি মোড়ের ঘড়ি। বন্ধ হওয়ার কারণে অনেকেই সমস্যায় আছেন। সকাল থেকে রাত পর্যন্ত এই ঘড়ি ঢং ঢং শব্দ করে মানুষকে সময়ের মূল্য বুঝিয়ে দেয়। সকালে স্কুল থেকে রাতে দোকানদারেরা এই ঘড়ি কে নিজেদের জীবনের অঙ্গ বলে মনে করেন। হঠাৎ করে এই ঘড়িটি বন্ধ হয়ে যাওয়ায় , অনেকেই ঘড়ির দিকে তাকিয়ে চলে যাচ্ছেন। ঠিক করার কথা, কিন্তু কবে ঠিক হবে ? তা জানিনা বলেই জানালেন ওই এলাকারই এক স্থানীয় দোকানদার।

যে ঘড়ি বছরের পর বছর ধরে মানুষকে সময়ের মূল্য বুঝিয়ে দিচ্ছে এই ঘড়ি হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই। এদিকে সবাই চাইছেন ঘড়িটি ঠিক হোক , জীবনের সাথে সাথে চলতে গিয়ে এই ঘড়ির মূল্য অনেকেই বুঝে গিয়েছে। তাই সবাই মন থেকে চাইছেন ঘড়িটি ঠিক হোক। সেবক থেকে হিলকার্ড রোড সবাই চেনেন এই ঘড়িকে। এখানে আসলে বোঝা যাবে কটা বাজে আর কি করতে হবে। তাই ঘড়ি খারাপ হয়ে যাওয়ায় অস্বস্তিতে আছেন অনেকেই।