বরফে ঢেকে গেছে সিকিম , উপচে পড়লো পর্যকদের ভিড়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পুরোপুরি বরফে ঢেকে গেছে সিকিম, সিকিমের নাথুলা, টসমো লেক এবং সিটিলি তে পুরোপুরি বরফ ঢেকে গেছে। তাপমাত্রা সকাল থেকেই নেমে গেছে অনেকটাই। বড়কে ঢাকা সিকিমে যান চলাচলের সমস্যা তৈরি হয়েছে। রাস্তায় বরফে ঢেকে যাওয়ায় বরফ সারিয়ে যেতে হচ্ছে পর্যটকদের, সেনাবাহিনীর তরফ থেকে বরফ সরিয়ে পর্যটকদের যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ঠিকই, তবে প্রচুর সময় লেগে যাচ্ছে , স্থানীয় মানুষেরা সময় পেলে এগিয়ে আসছেন সাহায্য করতে। তবে প্রচন্ড ঠান্ডা এবং তুষারপাত হওয়ার কারণে উদ্ধার কার্কে অনেকটাই ব্যাহত হচ্ছে, অবশ্য কারো কোন সমস্যা করার কথা এখনো জানানো হয়নি। তবে আরো ঠান্ডা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তবে দক্ষিণ সিকিমের থেকে উত্তর সিকিমের অবস্থা বেশি শোচনীয়। বরফ পড়ে সাতটি ব্রিজ বন্ধ হয়ে আছে, হলে সড়ক পথের লম্বা রাস্তা পার করতে হচ্ছে সবাইকে। সারি সারি গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, যেখানে এক ঘন্টা লাগার কথা সেখানে ছয় থেকে সাত ঘন্টা লেগে যাচ্ছে। সেনাবাহিনী তরফ থেকে চা বিস্কুট এবং গরম জলের ব্যবস্থা করা হচ্ছে ঠিকই, তবে রাত হয়ে গেলেই সমস্যা হচ্ছে। সিকিমের সূর্য উঠছে না বললেই চলে, হলে কেউ এসে সাহায্য করতে পারছেন না। জানা গেছে আরও কিছু দিন এই একই রকম আবহাওয়া থাকবে। সিকিমের তাপমাত্রা কমে গেছে আগের থেকে ৭ থেকে ৯ ডিগ্রি। ফলে অবস্থা খারাপের দিকেই যাচ্ছে। তবে প্রতিকুল আবহাওয়া থাকা সত্ত্বেও পর্যটকদের ভীড় উপচে পড়ছে সিকিম সহ গোটা পাহাড়ি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *