বরাবরই তিনি ব্যতিক্রমী , বৈচিত্রে মোড়া পর্যটন শিল্পের অন্যতম মহিরুহ রাজ বাসুর ” সানডে হাট”
নিজস্ব সংবাদদাতা : তিনি বরাবরই ব্যতিক্রমী। সবার চাইতে একটু আলাদা থাকতেই পছন্দ করেন। উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতের মধ্য তিনি পর্যটন শিল্পের অন্যতম মহিরুহ। তিনি আর কেউ নন রাজ বসু। পর্যটন কে সবার সামনে আকর্ষণীয় করে তুলতে যিনি কোনদিন পিছু পা হননি। তারই এক অনন্য সৃষ্টি হলো ” রবিবার সানডে হাট ” যেখানে পাবেন আপনি এমন এমন জিনিস যেটা উত্তরবঙ্গেই তৈরি হচ্ছে কিন্তু আপনি আগে দেখেননি। কড় কনাথের মুরগি , দার্জিলিং এর স্কোয়াস এবং নেপালের চা পাতা। সবই পাবেন এখানে, কোভিড এর সময় একটু থেমে গিয়েছিল কিন্তু এখন আবার একেবারে সোজাসুজি হয়ে এগিয়ে চলেছে।

এদিকে রাজ বসু নিজেই জানালেন প্রথমে আমি যখন এই ” সানডে হাট শুরু করেছিলাম একটা আলাদা চিন্তা ছিল। কিন্তু এখন গোটা ব্যাপারটাই পরিবর্তিত হয়ে গেছে। মানুষ আসছেন নিজের থেকেই। আর এখানেই আমার জয় , এমনটাও বললেন রাজ বসু। তিনি আরও জানান আমি একটু অন্যরকম ভাবতে চাই আর আমার সেই ভাবনার মধ্যে ” রবিবার সানডে হাট ” প্রথম সাড়িতে থাকবে। এখন স্থানীয় মানুষেরাও সানডে হাটে আসছেন। রাজ বসু এও জানান আমার এই সানডে হাটের কথা সবাই জেনে গেছে , কলকাতা থেকে মানুষ জিজ্ঞাসা করেছেন সানডে হাট কেমন চলছে? এটাই আমার কাছে সব থেকে বিরাট আনন্দের, জানালেন রাজ বাসু।