বর্ডার বন্ধ থাকায় আপাতত চলাচল পুরোপুরি বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : ভারত বাংলাদেশ বর্ডার এখন অনিশ্চিত। দেখা নেই দুই দেশের মধ্যে আত্মীয়দের। সমস্যা চলছে অনেকদিন ধরে , যেটুকু যাতায়াত ছিল সেটা বন্ধ করে দিয়েছে বিএসএফ। কাজেই এপার ওপার করা একেবারেই বন্ধ। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব পাড়া-প্রতিবেশী এবং চেনা পরিচিত যাও একজন অন্যজনের সাথে দেখা করতে যেতেন তাদের দেখাশোনা এবং আলাপচারিত বন্ধ।

এদিকে অনেকেই জানিয়েছেন এইভাবে বন্ধ থাকলে আমরা প্রচন্ডভাবে সমস্যায় পড়ব। ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে শুধুমাত্র যে মানুষ যাতায়াত করত তা না , বিভিন্ন ব্যবসায়িক জিনিসপত্র আদান প্রদান করা হতো। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন এপার এবং ওপার বাংলার শান্তি প্রিয় মানুষ। কবে আবার স্বাভাবিকভাবে পরিস্থিতি আপাতত সেই দিকেই তাকিয়ে আছেন তারা। জানা গেছে আকস্মিক কিছু না হলে আপাতত বন্ধ থাকছে ভারত এবং বাংলাদেশের বর্ডার। সেই সাথে বন্ধ থাকছে সবকিছুই। ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলছে দিনের পর দিন ধরে, সেই উত্তেজনা চরম আঁকা নিয়েছে। তাই স্থগিত এপার এবং ওপার বাংলার মধ্যে চলাচল। দু’দেশের মধ্যে আর যাতে ঝামেলা সৃষ্টি না হয় সেটাও দেখছে বিএসএফ এবং বিডিআর। তবে কতদূর কি হবে সেটা আপাতত সময় বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *