বর্ষার জমা জল সরতেই বেহাল রাস্তা মেরামতির কাজে নামলো কলকাতা পুরনিগম
বেস্ট কলকাতা নিউজ : বৃষ্টিতে জল জমলে বেহাল হয় রাস্তা ৷ জল সরলেই সামনে চলে আসে রাস্তার সেই বেহাল দশা৷ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ সেই সমস্যা থেকে মানুষকে মুক্তি দিতে দ্রুততার সঙ্গে বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু করেছে কলকাতা পুরনিগম ৷ উল্লেখ্য, সপ্তাহখানেক আগে কলকাতায় একদিনে যা বৃষ্টি হয়েছে, সেই পরিমাণ বৃষ্টি সাধারণত দেড়মাসে হয় ৷ পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে ৷ স্বাভাবিকভাবেই ওই বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছিল মহানগরের রাজপথ থেকে অলিগলি । সেই জমা জল ধীরে ধীরে সরে যেতেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছিল । কোথাও পিচের আস্তরণ উঠে গিয়ে খানাখন্দে ভরেছিল, কোথাও কংক্রিট রাস্তায় গর্ত তৈরি হয়েছিল । যার জেরে পথচলতি মানুষ, যানবাহনের চালক থেকে যাত্রী সকলকে ভোগান্তির শিকার হতে হয়েছে ।

কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, বর্ষাকালে রাস্তা জলের তলায় চলে যায় অনেক সময় । আবার নাগাড়ে বৃষ্টি হলেও ক্ষতিগ্রস্ত হয় রাস্তা । তা পিচ রাস্তা হোক কিংবা কংক্রিটের বর্ষাকালে ক্ষতিগ্রস্ত হবেই । তবে দীর্ঘদিন ধরে পড়ে থাকলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ নাগরিকদের যানবাহন চালকদের । যানবাহনের গতি শ্লথ হয়ে যায় অনেক ক্ষেত্রে । তবে অন্যান্যবারের মতো এই ভোগান্তি দীর্ঘস্থায়ী হয়নি । দ্রুত ময়দানে নেমেছে কলকাতা কর্পোরেশনের রাস্তা বিভাগ । সেই সব খানাখন্দ মেরামতি শুরু হয়েছে । উঠে যাওয়া পিচের আস্তরণের উপর পড়েছে নতুন পিচের প্রলেপ । গত শনিবার থেকে এই অভিযান চালাচ্ছে কলকাতা কর্পোরেশনের রাস্তা বিভাগ । আগামী বেশ কয়েকদিন চলবে এই অভিযান । শ্যামবাজার চত্বরের একাধিক রাস্তা সেখানে ইতিমধ্যেই পিচের প্রলেপ পড়েছে । একইভাবে বিডন স্ট্রিটের একাংশ পানীয় জল সরবরাহে কাজের জন্য খোঁড়া হয়েছিল ৷ পরবর্তী সময়ে বৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয় সেই রাস্তা । আর তাতেই দ্রুততার সঙ্গে পড়ল প্রলেপ । ফলে রাস্তা আবার ফিরল পুরনো চেহারায় ।
আধিকারিক আরো জানান মধ্য কলকাতার বিবাদীবাগ এলাকায় দীর্ঘ রাস্তা বর্ষার জেরে খানাখন্দে ভরেছিল । সেই রাস্তাও মসৃণ হয়েছে । দক্ষিণ কলকাতার জেমস লং সরণি ও জনকল্যাণ মোড়ের সংযোগস্থলে কাজ করেছে রাস্তা বিভাগ । মেরামত করেছে রাস্তা । পার্ক সার্কাস মোড়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, ঢালাই ব্রিজ, যাদবপুরের কয়েকটি রাস্তা বেহাল অবস্থার হাল ফিরিয়েছে।