বাঁকুড়ায় হদিশ মিললো ১ কালাজ্বর আক্রান্তের , উদ্বেগ ক্রমশ বাড়ছে নতুন করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন পর বাঁকুড়ায় খোঁজ মিলল কালাজ্বরে আক্রান্তের খোঁজ। সম্প্রতি বাঁকুড়ার ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামের এক যুবক কালাজ্বরে আক্রান্ত হয়ে পড়েন। ওই যুবককে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হচ্ছে। পাশাপাশি এলাকায় বসানো হয়েছে স্বাস্থ্য শিবির। একসময় বাঁকুড়া জেলায় কালাজ্বরের ব্যাপক প্রাদুর্ভাব ছিল। গত কয়েক দশক ধরে কালাজ্বরে আক্রান্তের তেমন খোঁজ মেলেনি বাঁকুড়া জেলায়। সম্প্রতি ফের কালাজ্বরে আক্রান্ত এক রোগীর খোঁজ মেলে। গত ২ অগস্ট বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে এক যুবক লাগাতার জ্বর নিয়ে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হয়। পরের দিন তাঁকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানে যাবতীয় রক্ত পরীক্ষার পর ১৪ অগস্ট তাঁকে ছেড়ে দেওয়া হয়।

রক্তপরীক্ষার রিপোর্টে কালাজ্বর পজিটিভ আসায় গত ২০ অগস্ট ওই যুবককে ফের তাঁকে ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই নড়চড়ে বসে স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি পাথরপুকুর গ্রামে পাঠানো হয় স্বাস্থ্যদফতরের চিকিৎসক দল। ওই গ্রামের বাসিন্দাদের র‍্যানডাম কালাজ্বর নির্নয়কারী আর কে ৩৯ রক্তপরীক্ষা করা হয়। যদিও ওই যুবক ছাড়া ওই গ্রামের বাসিন্দাদের কারোর শরীরেই কালাজ্বরের জীবাণুর উপস্থিতি দেখা যায়নি বলেই জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওন্দা ব্লকের পাথরপুকুর গ্রামে কালাজ্বরের বাহক স্যন্ড ফ্লাই এর উপস্থিতিরও নমুনা মিলেছে। এবিষয়ে উপ মূখ্য স্বাস্থ্য আধিকারিক দেবব্রত দাস বলেন, “পাথরপুকুর গ্রাম পঞ্চায়েতে একজন রোগীর খোঁজ মিলেছে। অনেক বছর এই কেস ছিল না। কালাজ্বর এখন বাংলার অনেক জেলাতেই রয়েছে। সেভাবে মুক্ত তো হয় না, একটা লেভেল পর্যন্ত নামানো হয়। পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে রয়েছে। আমরা সার্ভে করে যাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *