বাংলাদেশিদের ভিড় ক্রমাগত বাড়ছে বাংলার পাশাপাশি দিল্লিতেও, এক বিরাট বড় অভিযান বৈধতা যাচাইয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আক্রমণ-পাল্টা আক্রমণ, বিগত কয়েক সপ্তাহে ভারত-বাংলাদেশের সম্পর্কটা ক্রমেই তলানিতে গিয়ে পড়েছে। এদিকে এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বতী সরকারল তাঁকে ফেরতও চাইছে। যা নিয়ে চাপানউতোর চলছে। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে চলেছে বিএনপি-ও। এমতাবস্থায়, সীমান্তে বেড়েছে উত্তেজনা। কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে সীমান্ত সুরক্ষা বাহিনী। তবে তারপরেও যে অনুপ্রবেশ একশো শতাংশই ঠেকানো যাচ্ছে এমনটা নয়। সবথেকে বেশি চিন্তা বাংলা-বাংলাদেশের সীমান্ত নিয়ে। তবে জল গড়িয়েছে রাজধানী দিল্লিতেও। সেখানেও ইতিমধ্যে পুলিশের হাতে আটকের সংখ্যা বেড়েই চলেছে। এই আবহে গত ১০ ডিসেম্বর রাজধানীতে পরিচয়পত্র খতিয়ে দেখে বাংলাদেশি চিহ্নিতকরণ এবং তাঁদের নিজের দেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করার স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। জোরকদমে সেই কাজও শুরু করে দিয়েছে পুলিশ। বিশেষ নজর দেওয়া হচ্ছে কিছু নির্দিষ্ট এলাকায়।

ইতিমধ্যেই ‘টার্গেট এরিয়া’ চিহ্নিত করে পরিচয় পত্র যাচাই অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। প্রত্যেক সন্দেহভাজন পরিবারকে একটি ভেরিফিকেশন ফর্ম দেওয়া হচ্ছে। শুধুমাত্র দক্ষিণ দিল্লি এলাকাতেই বিভিন্ন শ্রমিকবস্তি এবং বাংলাভাষীদের অস্থায়ী ছাউনিতে অভিযান চালিয়ে দেড় হাজার মানুষের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়েছে। এরমধ্যে ১২ জন বাংলাদেশি হিসেবে চিহ্নিত হয়েছে। তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম দিল্লিতে গত তিন সপ্তাহে ৫০০ মানুষের পরিচয় পত্র খতিয়ে দেখা হয়েছে। ১০ জন সন্দেহভাজন বাংলাদেশিও চিহ্নিত হয়েছে। দক্ষিণ পূর্ব দিল্লিতে ১২৯৭ জন মানুষের পরিচয় পত্র খতিয়ে দেখা হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছেন ১২ জন। আউটার দিল্লি এলাকায় প্রায় হাজার মানুষের নথি খতিয়ে দেখা হয়েছে। সন্দেহভাজনের তালিকায় রয়েছেন ১৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *