বাংলাপক্ষ ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন প্রণয়নের আর্জি জানালো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে
বেস্ট কলকাতা নিউজ : চাকরি ও কাজের পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে করোনা আবহের জেরে , তাই অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভূমিপুত্র সংরক্ষণ। এমনটাই মনে করছে বাংলাপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের আরও দাবী আইন প্রণয়ন করা হোক ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জন্য। তারা এও জানাচ্ছে , প্রতিটা রাজ্যই ভূমিপুত্র সংরক্ষণের পথে হাঁটছে তাদের রাজ্যের ছেলেমেয়ের স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে।
কংগ্রেস, বিজেপি, শিবসেনা, ভূমিপুত্র সংরক্ষণের পক্ষে হাঁটছে এমনকি সিপিয়আইএম, ওয়াইএসআর কংগ্রেস, আরজেডি সহ ভারতের প্রতিটা রাজনৈতিক দলই। ভূমিপুত্র সংরক্ষণের আইন পাশ হয়েছে বা আইন পাশের ঘোষণা হয়েছে এমনকি কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা,বিহার ও গুজরাটের মতো রাজ্যেও। তাই সেই পথে এগোনো উচিৎ বাঙলারও। তারা আরও মনে করছে , এরাজ্যে ভূমিপুত্র সংরক্ষণের দাবি বাংলার ভূমিপুত্রদের স্বার্থেই এবং এই দাবি বাস্তবতারও। বাংলাপক্ষের আরও আশা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শীঘ্রই কমপক্ষে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের জন্য আইন আনবেন বাংলায় সমস্ত চাকরি, ঠিকা কাজ ও টেন্ডারের ক্ষেত্রে।