বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা তথা “মেঘনাদবধ কাব্য”-র রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : বাংলার নবজাগরণের অন্যতম পুরোধা তথা “মেঘনাদবধ কাব্য”-র রচয়িতা মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন মেয়র গৌতম দেব । এদিন তিনি জানান মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিক সমাজের এক অন্যতম পুরোধা। তার কবিতা আমাদের কাছে এমন অনেক শিক্ষা নিয়ে এসেছে। যার কোনো শেষ নেই। আমরা আধুনিক কবি বলতে অনেক কেই বোঝাই, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কবিতা কিন্তু একটা আলাদা ভূমিকা রাখে। গৌতম দেব আরো বলেন আধুনিক সমাজে যার মূল্য লক্ষ্য করার মত। মাইকেল মধুসূদন দত্ত কি ধরনের কবি ছিলেন সেটা হয়তো আর আমাদের নতুন করে বলে দেওয়ার ভাষা নেই। আর সেটা বলতে গেলে আমাদের অনেক পিছনের দিকে যেতে হবে। তবে তার কবিতা দিয়ে তিনি তার বর্ণময় জীবনের শুরু এবং শেষ করেছেন, এটা একেবারে হলফ করে বলতে পারা যায়। মাইকেল মধুসূদন দত্ত তার কবিতার মধ্য দিয়ে জীবনের কাহিনী তৈরি করে গেছেন। এটা আগামীতে আমাদের অনেক কিছু শিখিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *