বাংলায় ফিরলেও ভারতের হয়ে খেলা কি সম্ভব হবে ” পাপালির “?
শিলিগুড়ি : অবশেষে মান অভিমানের পালা শেষ করে দিয়ে বাংলায় ফিরে এসেছেন ঋদ্বিমান সাহা, জানিয়েছেন মহারাজ সৌরভ গাঙ্গুলী এবং তার দাদা স্নেহাষীশ গাঙ্গুলির উদ্যেগেই বাংলাতে ফেরা। তবে ফিরলেও আর কি জাতীয় দলের জার্সিতে ফের দেখা যাবে শিলিগুড়ির পাপালিকে? যেটা এখন আর একেবারেই সম্ভব নয় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ঋষভ পন্থ ভারতীয় দলে এক সিরিজেই প্রতিষ্ঠিত করে ফেলেছেন, আছেন লোকেশ রাহুল এবং সঞ্জু স্যামসনেরা। সেই জায়গায় ঋদ্বির জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব। বয়স বেড়ে গেছে অনেকটাই, চল্লিশটি টেষ্ট ম্যাচ খেলা পাপালির এখন জাতীয় দলে জায়গা করে নেওয়া প্রায় অসম্ভব। উইকেটকিপিং এ যতই সেরা হোন না কেন ব্যাটিং এ সেই ছাপ ফেলতে পারেন নি ঋদ্বিমান সাহা। কাজেই ব্যাটিং না থাকলে দলে একেবারেই জায়গা করে নিতে পারবেন না পাপালি এটা জানেন সবাই।
এদিকে দল থেকে বাদ অনেক দিন আগেই, দলে এখন নিজেদের প্রতিষ্ঠা পেতে নিজেদের তৈরী করছেন জুনিয়ার খেলোয়ারেরা। সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করা একেবারেই অসম্ভব পাপলির কাছে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি দীর্ঘদিনে ধরে, আবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করা হয়ত অসম্ভব কিছু নয়, তবে সহজও নয়, দেখা যাক ঋদ্বিমান সাহা কি করতে পারেন, আপাতত সময়ই জানিয়ে দেবে সেটা।